Alexa ২৮ বন্দুকসহ দুই ব্যবসায়ী আটক

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

২৮ বন্দুকসহ দুই ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৫৯ ৭ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। বুধবার রাতে সিরাজগঞ্জের উপজেলার কাদাই ও পাবনার ভাওডাঙ্গা কালুরপাড়া থেকে অস্ত্রগুলো উদ্ধার ও তাদেরকে আটক করা হয়। এ সময় ২৮টি দেশীয় বন্দুক, একটি এলজি ও রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

আটকরা হলেন পাবনার খয়ের বাগান বাজার এলাকার আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান মিজান ও ভাওডাঙ্গা কালুরপাড়ার ইমান আলীর ছেলে মো. আব্দুল ওহাব।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসপি টুটুল চক্রবর্তী এ তথ্য জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত এসপি ফোরকান সিকদার, ডিআইওয়ান রেজাউল করিম, সদর থানার ওসি মোহাম্মদ দাউদ, ডিবির ওসি মো. ওহেদুজ্জামানসহ প্রমুখ।

এসপি জানান, অভিযানে একটি দেশীয় বন্দুক, একটি দেশীয় এলজি অস্ত্র ও একটি কার্তুজসহ আব্দুল ওহাব ও মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তাদের তথ্যর ভিত্তিতে পাবনার পুলিশের সহযোগিতায় পাবনার সদর থানাধীন ভাওডাঙ্গা কালুরপাড়া এলাকার আব্দুল ওহাবের বাড়িতে অভিযান চালিয়ে দুটি চটের বস্তা থেকে ২৭টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। 

ডেইলি বাংলাদেশ/জেএস