Alexa হবু স্ত্রীর ছবি দিলেন সৌম্য সরকার!

ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৫ ১৪২৬,   ০৪ রজব ১৪৪১

Akash

হবু স্ত্রীর ছবি দিলেন সৌম্য সরকার!

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৫৯ ১৪ ফেব্রুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিয়ের ঘণ্টা বেজেই গেলো জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারের। এ মাসের ২৮ তারিখে দ্বিতীয় ইনিংস শুরু করছেন সাতক্ষীরার এ কৃতী সন্তান। এগুলো পুরনো সংবাদ। এবার দুজনের কাপল ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে শেয়ার করলেন সৌম্য সরকার। 

যদিও সেই ছবিতে পরিষ্কার করে দেখা গেল না পাত্রীর অবয়ব। হবু স্ত্রীর সঙ্গে দাঁড়ানো ছবি পোস্ট করে ক্যাপশনে সৌম্য লিখেছেন ‘কামিং সুন’।

জানা গেছে, পাত্রী খুলনার মেয়ে। বর্তমানে তিনি পড়াশোনা করছেন বলে জানিয়েছেন সৌম্য সরকার। সৌম্যের গ্রামের বাড়িতেই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। বুধবার সৌম্য সরকার নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি তার গায়েহলুদ। আর ২৮ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

তবে মেয়ের নাম জানা যায়নি। সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার এ ব্যাপারে বলেন, পাত্রী খুলনার মেয়ে। আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলেই কেবল নাম বলা যাবে, আগে নয়।

বিয়ে উপলক্ষে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবি থেকে ছুটি নিয়েছেন সৌম্য সরকার। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট ম্যাচে (২২-২৬ ফেব্রুয়ারি) খেলবেন না তিনি। 

ডেইলি বাংলাদেশ/এম