Alexa মহাকাশ থেকে দেখুন অদ্ভুত সুন্দর রাতের পৃথিবী

ঢাকা, রোববার   ১৯ জানুয়ারি ২০২০,   মাঘ ৫ ১৪২৬,   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

মহাকাশ থেকে দেখুন অদ্ভুত সুন্দর রাতের পৃথিবী

বিজ্ঞান ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৩০ ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১০:৩৮ ১৩ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাতের বেলায় যখন আলো জ্বলে, তখন এই পৃথিবীকে দেখতে মোহময়ী লাগে। মহাকাশ থেকে রাতের পৃথিবীর দৃশ্য আগেই ক্যামেরা বন্দি করেছিল নাসা।  

সেই সব ভিডিও আলোড়ন তুলেছিল নেটদুনিয়ায়। এ বার রাতের পৃথিবীর ছবি সম্বলিত ২০০ পাতার একটি বই সম্প্রতি প্রকাশ করেছে নাসা।

এই বই প্রকাশের খবর নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে বুধবার জানিয়েছে নাসা। সেই ই বুকের নাম দেয়া হয়েছে ‘আর্থ অ্যাট নাইট’। 

নাসা জানায়, ১৪০ বছর আগে লাইট বাল্বের আবিষ্কারের পর থেকে মানুষ কী ভাবে সাজিয়ে তুলেছে রাতের পৃথিবীকে তা রয়েছে এই বইতে। সঙ্গে দুর্লভ ছবি।

নাসার দেয়া তথ্য অনুসারে ২০০ পাতার এই বইতে রয়েছে ১৫০টিরও বেশি ছবি। গত ২৫ বছর ধরে তোলা ছবিগুলি ঠাঁই পেয়েছে সেই ইবুকে। ছবির সঙ্গে রয়েছে ব্যাখ্যাও। কী ভাবে বিজ্ঞানীরা রাতের পৃথিবীতে পর্যবেক্ষণ করেছেন সে বর্ণনাও রয়েছে এই বইয়ে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে