Alexa চট্টগ্রামে বাসর রাতেই বিধবা হলেন নববধূ

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৩ ১৪২৬,   ০২ রজব ১৪৪১

Akash

চট্টগ্রামে বাসর রাতেই বিধবা হলেন নববধূ

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৫০ ১৩ জানুয়ারি ২০২০   আপডেট: ১২:৫৩ ১৩ জানুয়ারি ২০২০

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরের সঙ্গে বাসর রাত কাটানো হলো না নববধূর। এর আগেই কাঙ্ক্ষিত সব সুখ কান্না হয়ে ধরা দিল সেই নববধূর কাছে।

বিয়ের ধুমধাম পুরোদমে চলছিল। বরের অপেক্ষায় বাসর ঘরে নববধূ অপেক্ষার প্রহর গুনছিলেন। এমন সময় একটি খবর বিনা মেঘের বজ্রপাতের মতোই সব কিছু এলোমেলো করে দিল। খবর আসলো তার বর আর বেঁচে নেই। সবার অজান্তে চলে গেছেন না ফেরার দেশে।

শুক্রবার রাতে এমন ঘটনাই ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভোয়ালিয়াপাড়া এলাকায়। মারা যাওয়া বরের নাম ইসমাঈল প্রকাশ ভুট্টু (২৮)। তিনি ওই এলাকার আমান উল্লাহর ছেলে। কাজ করতেন শ্রমিকের।

সাতকানিয়া পৌর কাউন্সিলর নেছার আহমদ চৌধুরী জানান, ইসমাঈলের সঙ্গে পৌরসভার ছমদরপাড়া এলাকার ১৩ নম্বর গলির শাহ আলমের মেয়ে কানিজ ফাতেমা জেরিনের বিয়ে হয় শুক্রবার দুপুরে। সন্ধ্যায় নববধূকে ঘরে নিয়ে আসেন ইসমাঈল। এরই মধ্যে বাসর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইসমাঈল। বুকে ব্যথা অনুভূত হয়। সেই বারবার বমি করা শুরু করলে দ্রুত তাকে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ইসমাঈলের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পুরো ভোয়ালিয়াপাড়ায় নেমে আসে শোকের ছায়া। বরকে চিরতরে হারিয়ে বিলাপ করে কাঁদছে নববধূ। তার কান্না কিছুতেই থামছে না। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ