Alexa বাঘায় ফেনসিডিল-চোলাই মদসহ আটক ৬

ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২০,   মাঘ ১৩ ১৪২৬,   ০১ জমাদিউস সানি ১৪৪১

Akash

বাঘায় ফেনসিডিল-চোলাই মদসহ আটক ৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:১৬ ১৪ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একটি প্রাইভেটকার ও ফেনসিডিলসহ চারজন এবং চোলাই মদসহ দুইজনকে আটক হন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চন্ডিপুর চেকপোস্ট ও উপজেলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাঘার মহদীপুর সবজি পাড়ার নেক আমলের ছেলে মো.আনোয়ার কবির, পাবনার গাছপারা (খাঁপাড়া) গ্রামের আ. রহমানের ছেলে এনামুল হক স্বপন, একই জেলার আফরিয়া পূর্বপাড়ার আলাউদ্দিন হোসেনের ছেলে বেলাল হোসেন জিম, ময়দান পাড়ার মাজেদ হোসেনের ছেলে ফারুক হোসেন। অপর অভিযানে আটকরা হলেন- উপজেলার পিয়াদাপাড়ার আতাহার আলীর ছেলে সেকেন্দার আলী ও চকসিংগা গ্রামের বাহার প্রামানিকের ছেলে জামিরুল ইসলাম ।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্ডিপুরে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়া হয়। পরে কারটিতে তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে চার ব্যবসায়ীকে আটকসহ ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। 

আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

ডেইলি বাংলাদেশ/এমকেএ