Alexa ২৯-এর জন্মদিনেই ‘তরুণী‘র মা শুভশ্রী!

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

২৯-এর জন্মদিনেই ‘তরুণী‘র মা শুভশ্রী!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:২৩ ৪ নভেম্বর ২০১৯   আপডেট: ১১:৩৩ ৪ নভেম্বর ২০১৯

শুভশ্রী গাঙ্গুলি

শুভশ্রী গাঙ্গুলি

বাস্তবে মাত্র একবছর তিনি পরিচালক রাজ চক্রবর্তীর ‘পরিণীতা'। কবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এক তরুণীর মা হলেন? অভিনেত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাকে ‘মা’ বলে সম্বোধন করেছেন এক তরুণী। ইনস্টাগ্রামে শুভ তার নানা মুডের ছবির কোলাজ করে সেই তরুণী আবার ছবিও পোস্ট করেছেন। 

শুভশ্রীর নানা মুডের ছবি কোলাজ করে পোস্ট করেছেন সৃষ্টি পাণ্ডে

যেখানে শুভশ্রীর সঙ্গে তোলা ছবিও রয়েছে। পোস্টে সেই তরুণী লিখেছেন, সুখে-দুঃখে, বিপদে-আপদে তার জীবনের ধ্রবতারা, প্রেরণা শুভশ্রী। সময়ে-অসময়ে সারাক্ষণ তিনি সামলান তাকে। পথ হারালে পথ দেখান। ইনস্টা বলছে শুভশ্রীর এই মেয়ের নাম সৃষ্টি পাণ্ডে।

শুভশ্রীর নয়া লুক মুন্নি

এদিকে মেয়ে যদি এত বড় উপহার দিতে পারে তাহলে ‘বাবা’ রাজ চক্রবর্তী চুপ করে বসে থাকেন কী করে? তিনি সামনে আনলেন শুভশ্রীর নয়া লুক মুন্নি।

কয়েকদিন ধরেই রাজ তার আগামী ছবি ‘ধর্মযুদ্ধ’ নিয়ে নতুন উপহার দেয়ার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বউয়ের জন্মদিনে রাজ উপহার দিলেন তার নতুন চরিত্র মুন্নি-র প্রথম লুক। পরিচালক স্বামীর থেকে অভিনেত্রী স্ত্রী-র প্রতি এর থেকে ভালো উপহার আর কী হতে পারে!

ডেইলি বাংলাদেশ/টিএএস