Alexa ফাঁস হলো স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ

ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২০,   মাঘ ৭ ১৪২৬,   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

ফাঁস হলো স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:২৮ ১৪ জানুয়ারি ২০২০  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করতে হয়নি, এর আগেই দেখা মিললো স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপের। মডেলটির নাম ‘এস২০ প্লাস’।

এক্সডিএ ডেভেলপারস নামের একটি অনলাইনভিত্তিক দল নতুন ডিভাইসটির নাম ও ছবি ফাঁস করেছে। প্রকাশিত এই ছবি নিশ্চিত করেছে যে, নতুন ফ্ল্যাগশিপের নাম গ্যালাক্সি এস১১-এর বদলে এস২০ রাখা হয়েছে। খবর দ্য ভার্জ।

ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ফোনের সামনে হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা, যা গ্যালাক্সি নোট ১০-এর মতো। নতুন ফ্ল্যাগশিপে গ্যালাক্সি এস১০ প্লাসের মতো পর্দার বাঁকানো ভাবটাও কমানো হয়েছে। পেছনে সাধারণ লেন্স, একটি আলট্রা-ওয়াইড, একটি পোরট্রেইট এবং নতুন একটি ম্যাক্রো লেন্স রাখা হবে।

১১ ফেব্রুয়ারির আনপ্যাকড ইভেন্টে নতুন এই ডিভাইসটি উন্মোচন করবে স্যামসাং। প্রতিষ্ঠানটির নতুন ফোল্ডএবল স্মার্টফোন গ্যালাক্সি ব্লুমও উন্মোচন করা হতে পারে একই অনুষ্ঠানে।

ডেইলি বাংলাদেশ/এনকে