Alexa কল করলেই কথা বলবেন তৌসিফ! 

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

কল করলেই কথা বলবেন তৌসিফ! 

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:০১ ২০ আগস্ট ২০১৯  

তৌসিফ মাহবুব

তৌসিফ মাহবুব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ২০১৩ সালে আদনান আল রাজিবের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মধ্যে দিয়ে প্রথমবার অভিনয়ে আসেন তিনি। সেই থেকেই শুরু। বর্তমানে নিয়মিত অভিনয় করছেন ছোট পর্দা, বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তাইতো তার ভক্তের সংখ্যাও কম নয়। 

আর ভক্তরা চান সরাসরি তার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। কিন্তু সেই সুযোগ তেমন একটা পাননা তৌসিফের ভক্তরা। এবার আসলো সেই সুযোগ। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে পারবেন যে কেউ। শুধু তাই নয়, তাকে কোনো প্রশ্ন করার থাকলে সেটিও উত্তর জানা যাবে তৌসিফের কাছ থেকেই। 

আজ রাত ৮টায় যেকোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নাম্বারে কল করলেই এই অভিনেতার সঙ্গে কথা বলা যাবে। 

এ বিষয়ে তৌসিফ বলেন, দর্শকদের সঙ্গে গল্প করার জন্য দারুণ একটা সুযোগ পেয়েছি। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, থাকবো শুধু মাত্র দর্শকদের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো? আমি থাকবো শুধু আপনাদের অপেক্ষায়।

ডেইলি বাংলাদেশ/এনএ