Alexa এক বউয়ের তিন স্বামী, অবশেষে ধরা 

ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০১৯,   কার্তিক ৩০ ১৪২৬,   ১৭ রবিউল আউয়াল ১৪৪১

Akash

এক বউয়ের তিন স্বামী, অবশেষে ধরা 

ফেনী প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৫৬ ৭ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপন রেখে একাধিক বিয়ের অপরাধে প্রতারণার মামলায় তানজিলা হায়দার নামে এক নারীকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

বুধবার বিকেলে ফেনীর আদালত-৩ এর বিচারক এ.এস.এম এমরান এ রায় ঘোষণা করেন।

তানজিলা হায়দার ফেনী সদর উপজেলার উত্তর শর্শদী গ্রামের মেয়ে।

মামলার বাদী জাহিদ হোসেন খসরু জানান, ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের হাফেজ উকিল বাড়ির জিয়াউল হক বাবলুর সঙ্গে ২০১৫ সালের ১৭ আগস্ট কাজী অফিসে আসামি তানজিলা হায়দার নিজেকে কুমারী পরিচয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

প্রকৃতপক্ষে সে আবদুল্লাহ আল মামুনের সঙ্গে ফেনীর সদর উপজেলার ১ নম্বর শর্শদী ইউপি কাজী অফিসে গিয়ে  ২৪ নভেম্বর ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেই বিবাহের পরও তানজিলা হায়দার নিজেকে কুমারী পরিচয় দিয়ে ফের বিয়ে করেন।

এই ঘটনায় তানজলার ৩য় স্বামী জিয়াউল হক বাবলুর মা ছালেহা বেগম বাদী আদালতে মামলা দায়ের করলে আদালত তানজিলা দোষী সাবস্থ্য হন।

মামলার বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল হক ছোটন ও অ্যাডভোকেট আলাউদ্দিন ভুঁইয়া ।

ডেইলি বাংলাদেশ/এমকে