Alexa আমদানি-রফতানি সহজ করবে ‘এনএসডব্লিউ’

ঢাকা, সোমবার   ১৮ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৪ ১৪২৬,   ২১ রবিউল আউয়াল ১৪৪১

Akash

আমদানি-রফতানি সহজ করবে ‘এনএসডব্লিউ’

হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৪৯ ২০ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেছেন, আমদানি-রফতানি সহজ করতে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। ‘বাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উইনডো-এনএসডব্লিউ’ প্রকল্পের মাধ্যমে একই প্লাটফর্মে ৩৯টি সরকারি প্রতিষ্ঠানের ২০৮টি সেবা পাওয়া যাবে।

রোববার দুপুরে হবিগঞ্জের দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে এনবিআর আয়োজিত এক কর্মশালায় ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন এ প্রকল্প পরিচালনা করবে এনবিআর। এ প্রকল্প বাস্তবায়িত হলে একই প্লাটফর্মে চট্টগ্রাম, মোংলা বন্দর, বিটিআরসি, এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ ৩৯টি প্রতিষ্ঠানের সেবা পাবেন আমদানি-রফতানিকারকরা। এতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান, আইএফসি’র বিশেষজ্ঞ নুসরত নাহিদ ববি প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর