Alexa সৃজিতকে প্যাঁচা আর নিজেকে প্যাঁচানি বললেন মিথিলা!

ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৬ ১৪২৬,   ২৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

সৃজিতকে প্যাঁচা আর নিজেকে প্যাঁচানি বললেন মিথিলা!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৩৫ ২১ জানুয়ারি ২০২০  

সৃজিত ও মিথিলা

সৃজিত ও মিথিলা

কখনো স্বামীর কাঁধে মাথা রেখে, কখনো নয়নাভিরাম ভাবে একজন অন্যজনের দিকে তাকিয়ে আবার সৃজিতের বুকে মাথা রেখেছেন মিথিলা। যেখানে সবুজ রঙা সালোয়ারে মিথিলা আর লাল পাঞ্জাবিতে সৃজিত। এমনি কয়েকটি ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মিথিলা। ছবির ক্যাপশনে সৃজিতকে প্যাঁচা আর নিজেকে প্যাঁচানি বলেছেন মিথিলা! 

মঙ্গলবার দু’জনের রোমান্টিক মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন মিথিলা। আর সেখানে কোট করেছেন সুকুমার রায়ের কবিতা ‘প্যাঁচা আর প্যাঁচানি’র কিছু লাইন তুলে ধরেছেন। 

লাইনগুলো হচ্ছে, ‘প্যাঁচা কয় প্যাঁচানী, খাসা তোর চ্যাঁচানি শুনে শুনে আন্‌মন নাচে মোর প্রাণমন! মাজা–গলা চাঁচা–সুর আহলাদে ভরপুর!
গলা–চেরা ধমকে গাছ পালা চমকে, সুরে সুরে কত প্যাঁচ গিট্‌কিরি ক্যাঁচ্ ক্যাঁচ্! যত ভয় যত দুখ দুরু দুরু ধুক্ ধুক্, তোর গানে পেঁচি রে সব ভুলে গেছি রে, চাঁদমুখে মিঠে গান শুনে ঝরে দু’নয়ান।’ আর #ট্যাগে লিখেছেন- প্যাঁচা আর প্যাঁচানী।

গত বছরের ৬ ডিসেম্বর হঠাৎ করেই বিয়ের করেন সৃজিত-মিথিলা। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। সেখানে দুই পরিবারের বাইরে ঘনিষ্ঠ কয়েকজন আমন্ত্রন পেয়েছিলেন। বিয়ের পরেই দিনই সুইজারল্যান্ডে হানিমুনে যান এ দম্পতি। 

ডেইলি বাংলাদেশ/এনএ