Alexa ডেঙ্গু কেড়ে নিল কাদেরের জীবন

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ১ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

ডেঙ্গু কেড়ে নিল কাদেরের জীবন

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৫৯ ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০০:০০ ১১ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আব্দুল কাদের নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে সে মারা যায়।

কাদের চাঁদপুর শহরের জামতলা রোড এলাকার আমিন গাজীর ছেলে। সে শহরের গ্রিন ভিউ ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতো।

গ্রিন ভিউ ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. শাহ আলম জানান, কাদের এখানে কাজ করতো। কয়েক দিন আগে সে জ্বরে আক্রান্ত হয়। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়লে মঙ্গলবার তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে তার মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর