Alexa বিয়ের আগেই মা, এবার দাদি হচ্ছেন রাবিনা ট্যান্ডন

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

বিয়ের আগেই মা, এবার দাদি হচ্ছেন রাবিনা ট্যান্ডন

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:১৪ ৯ সেপ্টেম্বর ২০১৯  

রাবিনা ট্যান্ডন

রাবিনা ট্যান্ডন

নব্বইয়ের দশকের সেনসেশন ছিলেন তিনি। সেই ‘মস্ত মস্ত গার্ল’ রাবিনা ট্যান্ডন চার সন্তানের মা। এত পুরনো খবর, নতুন খবর এবার দাদি হতে চলেছেন তিনি। সম্প্রতি মেয়ে ছায়ার সঙ্গে সাধ ভক্ষণের অনুষ্ঠানের ছবি পোস্ট করেন অভিনেত্রী। 

২০১৬ সালে গোয়ায় হিন্দু ও ক্যাথলিক রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাবিনা ট্যান্ডনের মেয়ে ছায়া। তবে এই প্রথমবার নয়, এর আগেই অবশ্য রাবিনা দাদি হওয়ার স্বাদ পেয়ে গিয়েছেন। ২০১১ সালে বিয়ে হয়েছিল রাবিনার বড় মেয়ে পূজার। পরে পূজা এক পুত্র সন্তানের জন্ম দেন, নাম রাখেন জ্যাডন। পূজা অবশ্য বিয়ের পর আপাতত সাউথ আফ্রিকাতেই থাকেন। 

রাবিনার মেয়ে ছায়ার সাধ ভক্ষণের অনুষ্ঠানের আয়োজন করেছিল রবিনার মেয়ে রাশা। সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন অভিনেত্রীর বড় মেয়ে পূজা।

প্রসঙ্গত, বিয়ের আগেই ১৯৯৫ সালে মাত্র ২১ বছর বয়সে পূজা ও ছায়াকে দত্তক নেন রাবিনা। সে সময় পূজার বয়স ছিল ১১ ও ছায়ার ৪ বছর। পরে ২০০৪ সালে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রাবিনা। তার ও অনিলেরও দুই সন্তান রয়েছেন, মেয়ে রাশা ও ছেলে রণবীর। মেয়ে রাশার বয়স বর্তমানে ১৪ ও ছেলে রণবীরের বয়স ১২।

ডেইলি বাংলাদেশ/টিএএস