পেকুয়ায় চোরাই সিএনজিসহ আটক ২
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:৪৩ ১২ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের পেকুয়ায় একটি চোরাই সিএনজিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, চকরিয়ার হাবিলা কাটা এলাকার নুরুল আলমের ছেলে আবুল বাশার, হাজানগরের আবদুল কুদ্দুসের ছেলে মো. কাওসার।
বৃহস্পতিবার ভোরে পেকুয়া সদর ইউপির সাকোর পাড় স্টেশন থেকে তাদের আটক করা হয়।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, ৫ সেপ্টেম্বর রাতে সিএনজিটি চুরি করে চকরিয়ার পহরচাদা এলাকায় নেয়া হয়। সিএনজির মালিক পরিচয়ে তাদের সাথে যোগাযোগ করলে, তারা ৪০ হাজার টাকা দাবি করে। টাকা নিতে এলে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর
English HighlightsREAD MORE »