Alexa নয় সেকেণ্ডেই ডিমের খোসা ছাড়ান (ভিডিও)

ঢাকা, শনিবার   ২৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৬ ১৪২৬,   ০৫ রজব ১৪৪১

Akash

নয় সেকেণ্ডেই ডিমের খোসা ছাড়ান (ভিডিও)

লাইফস্টাইল ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:১৬ ৯ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছোট থেকে বড় সবাই ডিম খেতে পছন্দ করেন। তবে সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে গৃহিণী থেকে ব্যচেলর সবাই নাজেহাল হয়ে থাকেন। 

কেউ ডিমের খোসা ছাড়াতে গিয়ে প্রায় অর্ধেক ডিমের গায়ের অংশই খুবলে ফেলেন! আবার কেউ হয়তো এত ধীরে সুস্থে সেই খোসা ছাড়ান যে পাঁচ দশ মিনিট পার হয়ে যায়! 

তবে একটি সহজ উপায়ে মাত্র নয় সেকেণ্ডেই কিন্তু আপনি ডিমের খোসা ছাড়াতে পারেন। কীভাবে একটি সিদ্ধ ডিমের খোসা খুব নিমেষে ছাড়ানো যায় তেমনই এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

রবিবার পোস্ট হওয়া এই ভিডিওতে এমন একটি কৌশল শেখানো হয়েছে যা দেখে যে কেউ পলকেই একটি সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে পারবে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গ্লাসের ভিতরে সিদ্ধ ডিম নিয়ে তাতে ঠাণ্ডা পানি ভরছে। তারপরেই ওই গ্লাস থেকে ডিমটি বের করার আগে কয়েক সেকেন্ড গ্লাসটি ভালো করে ঝাঁকানো হয়। এরপর ডিমটি বের করে আঙুলের চাপ দিলেই সেটি ডিম থেকে আলগা হয়ে বেরিয়ে আসতে দেখা যায়। 

ডিমের খোসা ছাড়ানোর ওই অভিনব পদ্ধতি আপনিও শিখে নিন-

ডেইলি বাংলাদেশ/জেএমএস