Alexa নোট বাতিলের খবর সত্য নয়: বাংলাদেশ ব্যাংক

ঢাকা, মঙ্গলবার   ১২ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৭ ১৪২৬,   ১৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

নোট বাতিলের খবর সত্য নয়: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:১৫ ২৬ সেপ্টেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হচ্ছে- স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংবাদমাধ্যমে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট বাতিলের বিষয়ে কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা খবর ছাপানো হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনমনে ভীতি ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে; যার ফলে দেশের মুদ্রা ব্যবস্থাপনার স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমান নোট বাতিলের কোনো চিন্তা বাংলাদেশ ব্যাংকের নেই। অর্থাৎ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে কোনো নির্দেশনাও প্রদান করা হয়নি। 

বিজ্ঞপ্তিতে নোট বাতিলের বিভ্রান্তিকর খবর না ছড়াতে গণমাধ্যমসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ডেইলি বাংলাদেশ/আরএ