Alexa নতুন বছরে একসঙ্গে দুই ছবি শুরু করবেন ববি

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

নতুন বছরে একসঙ্গে দুই ছবি শুরু করবেন ববি

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৫৯ ১০ ডিসেম্বর ২০১৯  

ইয়ামিন হক ববি

ইয়ামিন হক ববি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি নতুন বছরে চমক নিয়ে আসছেন। একসঙ্গে দুটি নতুন ছবির কাজ শুরু করবেন এই অভিনেত্রী। এদিকে কলকাতায় অভিষেক হয়েছে ববির। জয়দীপ মুখোপাধ্যায়ের ‘রক্তমুখী নীলা’ মুক্তি পেয়েছে শুক্রবার। ববি অভিনীত ছবিটি কলকাতার ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। 

তবে অভিষেকের দিন কলকাতায় যেতে না পারায় ববির মনটা খারাপ। তবে ছবিটি দেখে সবাই খুব প্রশংসা করছে। এমনটাই জানান ববি। এক মাসের বিশ্রামে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করছেন। ববি জানান, অস্ট্রেলিয়াতে মা ও দুই বোন আছে। তাদের সঙ্গে অবসর সময় কাটাবেন। 

নতুন ছবির শুটিংয়ের বিষয়ে ববি বলেন, নতুন বছরের শুরুতে মাল্টা ছবির কিছু কাজ লন্ডনে করবো। এরপর সিনেবাজের একটি ও আরেকটি নাম চূড়ান্ত না হওয়া ছবির কাজ শুরু হবে। আশা করছি শুরুটা ভালোই হবে এবং দর্শকের জন্য চমকও থাকবে।

এদিকে সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ ছবিটি। এই ছবি প্রসঙ্গে ববি বলেন, ছবির গল্পটা সুন্দর। বৃদ্ধাশ্রমের মানুষজনদের সঙ্গে মিশেছি। তাদের দুঃখের গল্প শুনে রীতিমতো অবাক হয়েছি। শুটিং করতে গিয়ে মনটা অনেক খারাপ লাগত।

ডেইলি বাংলাদেশ/এনএ