Alexa জাহিদ আকবরের কথায় প্রত্যয়ের ‘মন ভ্রমরা’

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

জাহিদ আকবরের কথায় প্রত্যয়ের ‘মন ভ্রমরা’

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪৩ ১৭ নভেম্বর ২০১৯  

জাহিদ আকবর এবং প্রত্যয় খান

জাহিদ আকবর এবং প্রত্যয় খান

জাহিদ আকবর। অনেক জনপ্রিয় গানের লেখক তিনি। হাবিবের ‘ডুব’, ন্যানসির ‘দুদিকেই বসবাস’, ইমরানের ‘আরাধনা’, আরেফিন রুমির ‘মন রাখো পাঁজরে’, কাজী শুভর ‘মন পাঁজরে’ গান তারই লেখা। এবার তিনি লিখলেন ‘মন ভ্রমরা’ শিরোনামের গান। আর এ গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান।

জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গেল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশ পেয়েছে গানের মিউজিক ভিডিওটি। গানটির প্রযোজনা করেছেন জিয়াউদ্দিন আলম। গানটির সুর-সংগীত করেছেন শিল্পী নিজেই। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

এছাড়া গানে মডেল হিসেবে দেখা গেছে শিল্পী প্রত্যয় খান ও মডেল পাপিয়াকে।

এ প্রসঙ্গে প্রত্যয় খান বলেন, জাহিদ আকবর খুব সুন্দর করে গানটি লিখেছে। প্রত্যেকটি লাইন শ্রোতাদের ভালো লাগার মত। আশা করছি সবাই গানটি শুনবেন। ইউটিউবে প্রকাশ করার পর থেকে অনেকে আমাকে শুভকামনা জানিয়েছেন। দর্শক শ্রোতাদের কাছে ভালো লেগেছে। গানটি আমারও খুব পছন্দের। ফোক গানের প্রতি আমার দুর্বলতা একটু বেশি।

প্রত্যয় খানের ‘তুমি চাইলে’, ‘দূরে একা’, ‘উদাস মন’, ‘মাঝে মাঝে’, ‘যদি তুমি’, ‘অপরাধী’, ‘মানে না মন’সহ বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে।

‘মন ভ্রমরা’ শিরোনামের গানটি:-

ডেইলি বাংলাদেশ/টিএএস