আশুগঞ্জে বড়শিতে ধরা পড়ল ৬ মণ ওজনের মাছ
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:৩৯ ২১ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে জেলের বড়শিতে ছয় মণ ওজনের একটি হাউস মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের মেঘনা নদীর চর সোনারামপুর এলাকা থেকে মাছটি ধরেন জেলে জাহাঙ্গীর মিয়া।
জাহাঙ্গীর বলেন, দুপুরে নদীতে বড়শিতে মাছ ধরতে যাই। একপর্যায়ে বড়শির টোপে একটি মাছ আটকে। কিন্তু মাছটি বিশাল আকৃতির হওয়ায় একা তুলতে পারছিলাম না। পরে নৌকা দিয়ে স্থানীয়দের সহায়তায় মাছটি উদ্ধার করে আশুগঞ্জ চক বাজার এলাকায় নেয়া হয়। এ সময় মাছটি দেখতে মানুষ ভিড় জমায়।
তিনি আরো বলেন, মাছটি বিক্রির জন্য সন্ধ্যায় ভৈরব আড়তে নেই। এর দাম হাঁকানো হয়েছে দেড় লাখ টাকা।
ডেইলি বাংলাদেশ/এমআর