রাজধানীতে নকল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেফতার দুই
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:৪১ ২১ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর মিরপুর থেকে ১০ হাজার নকল রেভিনিউ স্ট্যাম্পসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ১০ হাজার পিস নকল রেভিনিউ স্ট্যাম্প ও বিভিন্ন ধরনের নকল স্ট্যাম্প জব্দ করা হয়।
শুক্রবার রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ডেইলি বাংলাদেশকে তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলো- রমিজ উদ্দিন (৪৫) ও মো. ওমর আলী (৩৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় এ নকল রেভিনিউ স্ট্যাম্প পাইকারী ও খুচরা বিক্রয় কর আসছে। গ্রেফতারকৃতরা আরো জানায়, তারা পটুয়াখালি থেকে নকল রভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করে ঢাকায় বিক্রি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/ইএ/এমআরকে