বিমান থেকে ঝাঁপ দিলেন মধুমিতা সরকার
প্রকাশিত: ০১:৩৫ ২৩ ফেব্রুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত
আকাশে উড়া বিমান থেকে ঝাঁপ দিয়েছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এতে আঁতকে উঠেছেন নেটিজেনরা। তবে সুস্থ রয়েছেন তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় স্কাই ডাইভিংয়ের একটি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মধুমিতা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন #goldcoastskydive #throwback #australia।
মধুমিতা অ্যাডভেঞ্চার বিশেষভাবে পছন্দ করেন। বেশ কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি স্কাই ডাইভিং করেন।
ওই ভিডিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার একটি বিমানবন্দর থেকে মধুমিতাসহ বেশ কয়েকজন বিমানে উঠেন। এরপর অনেক সময় বিমান আকাশে উড়ার পর একজনের সঙ্গে স্কাই ডাইভিং দেন তিনি।
মধুমিতা সরকার যিনি বাংলাদেশে পাখি নামে বেশ পরিচিত। সম্প্রতি বড় পর্দায় নাম লেখিয়েছেন তিনি। এর মধ্যে যীশু সেনগুপ্ত ও তার অভিনীত ছবি ‘লাভ আজ কাল পরশু’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। এছাড়া পরিচালক প্রতীম ডি গুপ্তার ছবিটিতে বোল্ড লুকে হাজির হয়েছেন মধুমিতা। বড়পর্দার পাশাপাশি 'The Judgement Day' নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করছেন তিনি।
সূত্র- জি নিউজ
ডেইলি বাংলাদেশ/এমকেএ