Alexa বাথরুমে বিশাল সাপ দেখে বাকরুদ্ধ নারী

ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৫ ১৪২৬,   ০৪ রজব ১৪৪১

Akash

বাথরুমে বিশাল সাপ দেখে বাকরুদ্ধ নারী

সোশ্যাল মিডিয়ায় ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৪০ ২২ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাথরুমে সাপ দেখলে যে কারো চমকে ওঠার কথা। বিশাল ও লম্বা সাপটি দেখে রীতিমতো ভড়কে গিয়েছিলেন এক ব্রিটিশ নারী। 

সোমবার যুক্তরাজ্যের মার্সেসাইড পুলিশ নিজদের অফিশিয়াল ফেসবুক পেজে এই ঘটনা জানায়।

৩০ ডিসেম্বর এক ব্রিটিশ নারী বাথরুমে ঢুকেই দেখতে পান বিশাল এক সাপ শুয়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন। তারা এসে সাপটিকে উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রায় আট ফুট লম্বা সাপটি ‘বোয়া কনস্ট্রিক্টর’। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এ সাপ দেখা যায়। বৃহৎ আকারের সাপগুলোর ওজন ৪৫ কেজি পর্যন্ত হতে পারে। সাপের প্রজাতি ও বাসস্থান ভেদে দৈর্ঘ্য হতে পারে ১৮-১৯ ফুট।

সাপটি কীভাবে ওই নারীর বাথরুমে ঢুকল বুঝতে পারছেন না কেউই। বাড়ির মালিক ও প্রতিবেশীরাও এ ঘটনায় অবাক। পুলিশ জানায়, সাপটিকে স্থানীয় এক সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমএইচ