Alexa টেকনাফে বৃষ্টি, ৮শ’ মানুষ আশ্রয়কেন্দ্রে 

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

টেকনাফে বৃষ্টি, ৮শ’ মানুষ আশ্রয়কেন্দ্রে 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২৩ ১১ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ে পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাসকারী আটশ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।

ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি থেকে তাদের সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও মোহাম্মদ রবিউল হাসান।

তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় আটশ মানুষকে আশ্রয় দেয়া হয়েছে।তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। রাতে ও আজ সকালে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়েছে।এছাড়া বিস্কুট ও কম্বল বিতরণ করা হয়েছে সবার মাঝে।

মঙ্গলবার ভোরে উপজেলার পুরাতন পল্লান পাড়ায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।এসময় আহত হয়েছেন আরো অন্তত১২জন।        

ডেইলি বাংলাদেশ/আরআর