বিদেশগামী যাত্রীর হয়ে করোনার নমুনা দিতে এসে আটক
প্রকাশিত: ১২:০৮ ২৯ জানুয়ারি ২০২২ আপডেট: ১৪:৪৭ ২৯ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার জন্য বিদেশগামী যাত্রীর হয়ে নমুনা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। আটক মতিনের বাড়ি আনোয়ারার হাইলধর এলাকায়।
আরো পড়ুন: হিলিতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দুর্ভোগে মানুষ
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন। তিনি বলেন, সৈয়দ মো. মতিন নামের আটক ওই ব্যক্তিতে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা বা জালিয়াতি মামলা দেওয়া হবে।’
আটকের বিষয়ে তিনি বলেন, বিদেশ যেতে এক ব্যক্তি মতিনকে দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করেন। এ কারণে ওই বিদেশগামী যাত্রীর প্রক্সি দিতে মতিন নিজেই নমুনা দিতে আসেন। পরে ফরম পূরণ করতে গেলে বিষয়টি ধরা পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ রাতে আমাদের জানালে আমরা ওই ব্যক্তিতে আটক করি।
ডেইলি বাংলাদেশ/আরএম