স্বরূপকাঠিতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:৪৮ ১৯ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
পিরোজপুরের স্বরূপকাঠিতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন জগন্নাথকাঠির দেলোয়ার হোসেন টুটুলের ছেলে মো. অপু হাওলাদার ও মো. হানিফ খানের ছেলে মো. মুন্না খান।
এসআই মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নেছারাবাদ থানার এসআই মো. ওবায়দুর ও এএসআই শরিফুলের নেতৃত্বে দক্ষিণপাড় বন্দরের কাঠের পুল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০০টি ইয়াবাসহ অপুকে আটক করা হয়।
তিনি আরো জানান, এসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. নাঈম ও এএসআই মো. সোহেলের নেতৃত্বে পুলিশ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ এলাকায় অভিযান চালিয়ে মুন্নাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা পায় পুলিশ। তাদের মঙ্গলবার সকালে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএস