Alexa রাজধানীতে ৬টি চোরাই সিএনজিসহ গ্রেফতার দুই

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

রাজধানীতে ৬টি চোরাই সিএনজিসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২৩ ১৪ ডিসেম্বর ২০১৯  

রাজধানীর মোহাম্মদপুর থেকে সিএনজি অটোরিক্সা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ৬টি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলো- মো. সেলিম (৩০) ও মো. নাছিম (৫০)।

শনিবার মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটায় মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় অভিযান চালিয়ে সিএনজি চোর চক্রের দুজনকে গ্রেফতার করা হয়। দীর্ঘ দিন ধরে মোহাম্মদপুর এলাকায় চোরাই সিএনজি অটোরিক্সা কেনাবেচা করে আসছিলেন। দুজনের বাসা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

উদ্ধার সিএনজির রেজিস্টেশন নম্বর ও ইঞ্জিন নম্বর হলো-

১. ঢাকা- দ ১৪-০৭৪২, AAMBKB 2720

২. ঢাকা- থ ১৪-০০৪৪, A0802002

৩. ঢাকা- দ ১১-০৩৫৫, AAMBGK35970

৪. ঢাকা- দ ১৪-২২১৬, AAMBSE32116

৫. ঢাকা- দ ১১-৩২৮৬, AAMBRK22012

৬. ঢাকা- দ ১১-২৪৫৩, AAMBKH3636

ডেইলি বাংলাদেশ/ইএ/আরএইচ