Alexa মিস ইউনিভার্সের ফাইনালে হুমড়ি খেয়ে পড়লেন সুন্দরীরা!

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

মিস ইউনিভার্সের ফাইনালে হুমড়ি খেয়ে পড়লেন সুন্দরীরা!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৪৯ ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৪:৫৪ ১০ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জর্জিয়ার আটলান্টায় রোববার আসর বসেছিল মিস ইউনিভার্স ২০১৯-এর। চোখ ধাঁধানো সব সুন্দরী এসেছেন নিজেদের দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে। তখন চলছে স্যুইমস্যুট রাউন্ড। ভেজা র‍্যাম্পে হাই হিল পরে হেঁটে আসছেন একের পর এক সুন্দরী। আর সেখানেই আচমকাই পা পিছলে পরে গেলেন মিস ফ্রান্স।

এখানেই শেষ নয়। তার পরেই আবার পড়লেন মিস মালয়শিয়া। উদ্যোক্তাদের মুখ লজ্জায় লাল হয়ে এলেও, দর্শক এবং সুন্দরীরা কেউই পিছিয়ে পড়েননি। সুন্দরীদের স্পোর্টিং স্পিরিটকে কুর্নিশ জানিয়েছেন দর্শক। পড়ে গেলেও, নিমেষে উঠে দাঁড়িয়েছেন দুজনেই। আহতও হননি কেউ।

২০১৯ সালের মিস ইউনিভার্সের মুকুট উঠল দক্ষিণ আফ্রিকার সুন্দরী জোজিবিনি টুনজির মাথায়। রোববার রাতে আটলান্টায় বিশ্বসুন্দরীর প্রতিযোগিতায় জয়লাভের পর তাকে মুকুট পরিয়ে দিলেন মিস ইউনিভার্স ২০১৮ ক্যাটরিয়োনা গ্রেজি। শীর্ষ দশে জায়গা করতে পারেননি ভারতীয় সুন্দরী ভর্তিকা সিং।

ডেইলি বাংলাদেশ/টিএএস