Alexa বয়স কমাতে ক্লিনিকে হাজির শাহিদ পত্নী মীরা?

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বয়স কমাতে ক্লিনিকে হাজির শাহিদ পত্নী মীরা?

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:০৮ ২ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিনি কোনো তারকা নন, তবে তারকা পত্নী হওয়ার দৌলতে সংবাদমাধ্যমের লাইম-লাইটেই থাকেন। মাঝে মধ্যেই ধরা পড়েন পাপারাৎজির ক্যামেরায়, কখনো স্বামী শাহিদ কাপুরের সঙ্গে, কখনো বা দুই সন্তান মিশা ও জৈন কাপুরকে নিয়ে। কখনো আবার জিম থেকে বের হওয়ার সময়। 

সম্প্রতি এজলেস ক্লিনিক থেকে বের হওয়ার সময় পাপারাৎজির ক্যামেরা সামনে ধরা পড়লেন মীরা।

মীরা অভিনয় জগতে পা না রাখলেও বেশকিছু প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যায় মীরা রাজপুতকে। এমনকি মীরা রাজপুতের অ্যান্টি এডিং ক্রিমের বিজ্ঞাপন করা নিয়েও একসময় বেশ চর্চা শুরু হয়েছিল। 

এই বিজ্ঞাপনের জন্য সমালোচিত হতেও হয়েছিল মীরাকে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন ২৩ বছর বয়সেই অ্যান্টি এজিং ক্রিমের প্রয়োজন হচ্ছে মীরার? শুক্রবারই মুম্বাইয়ের একটি এজলেস ক্লিনিক থেকে বের হতে দেখা যায় মীরাকে। সেসময় মীরার পরনে ছিল টর্ন জিন্স, ও হালকা হলুদ রঙের টি-শার্ট। মাথার চুল ছিল পনি টেল করে বাঁধা। তার হাতে ছিল একটি গোলাপি রঙের ব্যাগ।

এই ছবি দেখে অনেকেরই প্রশ্ন বয়স কমাতেই এজলেস ক্লিনিকে হাজির হয়েছেন শাহিদ পত্নী? নেটিজেনদের প্রশ্ন তবে কি মীরা সিনেমার জগতে পা রাখতে চলেছেন? যদিও তাদের এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। 

ডেইলি বাংলাদেশ/টিএএস