Alexa ব্যান্ডেজের জুতা পরে দৌড়ে এই মেয়ে পেলো তিনটি সোনার মেডেল!

ঢাকা, রোববার   ২৬ জানুয়ারি ২০২০,   মাঘ ১২ ১৪২৬,   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

ব্যান্ডেজের জুতা পরে দৌড়ে এই মেয়ে পেলো তিনটি সোনার মেডেল!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৩৯ ১৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২১:৫৯ ১৬ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রিহা বুলোসের বয়স ১১ বছর। তার নামীদামি কোম্পানির জুতো কেনার সামর্থ্য নেই। তবে রয়েছে দৃঢ় সংকল্প। তাই পায়ে ব্যান্ডেজ জড়িয়ে জুতো বানিয়েই করে ফেললেন বাজিমাত।

এ ঘটনায় ফিলিপিন্সের ১১ বছর বয়সী এ স্কুল ছাত্রী নেট দুনিয়ায় হয়েছে ভাইরাল। তার এই সংকল্প নেটদুনিয়ায় প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে হয়েছিল ইলইলো স্কুলস স্পোর্টস মিট প্রতিযোগিতা। সেখানে ছিল বিভিন্ন ইভেন্ট। প্রতিযোগিতায় ৪০০ মিটার, ৮০০ মিটার ও ১৫০০ মিটার— এই তিনটি ইভেন্টে সোনার মেডেল জিতেছে রিহা বুলোস।

এই ইভেন্টে দৌড় শেষ করে ফেরার পর চোখে পড়ে, বুলোসের পায়ে নেই কোনো জুতো। বদলে ব্যান্ডেজ জড়িয়ে জুতোর মতো কিছু একটা তৈরি করেছে। সেই ব্যান্ডেজের জুতোতে লেখা ‘নাইকি’।

সেই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। এরপরই নেটিজেনরা বুলোসকে জুতো কিনে দিতে আগ্রহী হয়েছেন।

বুলোসের প্রশিক্ষক জানায়, তার জুতা ছিল না। কিন্তু খালি পায়েই প্রচণ্ড পরিশ্রম করেছে। রিহা বুলোস সোনা জেতায় আমি খুব খুশি। 

ডেইলি বাংলাদেশ/জেডআর