Alexa নারী যাত্রীকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন ছিনতাইকারী

ঢাকা, রোববার   ২০ অক্টোবর ২০১৯,   কার্তিক ৪ ১৪২৬,   ২০ সফর ১৪৪১

Akash

নারী যাত্রীকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২২ ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৭:৪৮ ২২ সেপ্টেম্বর ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকার সদরঘাট থেকে পটুয়াখালীগামী এম‌ভি সুন্দরবন-৮ ল‌ঞ্চে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারী আকলিমা নামে এক যাত্রীর ব্যাগসহ তাকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। তবে ব্যাগটি নিয়ে গেলেও ওই নারী যাত্রীকে নিতে পারেনি  ছিনতাইকারী। 

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি ধলেশ্বরী নদীতে আসলে ছিনতাইকারী যাত্রী এবং যাত্রীর ব্যাগ নিয়ে নদীতে ঝাঁপ দিলে যাত্রীর সঙ্গে থাকা তার স্বামী ও অন্যান্য যাত্রীদের চিৎকারে লঞ্চটি থামিয়ে দেয় লঞ্চ চালক।

নদীতে মাছ ধরতে আসা জেলেরা যাত্রীদের চিৎকার শুনে এগিয়ে এসে যাত্রীকে জীবিত উদ্ধার করে । কিন্তু ছিনতাইকারী ব্যাগটি নিয়ে নদী সাঁতরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ব্যাগে টাকাসহ সোনা-গহনা ছিল বলে জানায় আকলীমার স্বামী। আকলিমাকে অসুস্থ অবস্থায় লঞ্চে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমএস