উয়েফার সপ্তাহসেরা ফুটবলার হ্যালান্ড
স্পোর্টস ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১১:১৯ ২২ ফেব্রুয়ারি ২০২০

আর্লিং হ্যালান্ড
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করে বরুশিয়া ডর্টমুন্ডকে জয় এনে দেওয়া আর্লিং হ্যালান্ডকে গত সপ্তাহের সেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছে উয়েফা।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬'র প্রথম লেগের লড়াইয়ে ঘরের মাঠে পিএসজিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ডর্টমুন্ড। সেই ম্যাচে দলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন হ্যালান্ড।
সেদিন নেইমার-এমবাপ্পের মতো তারকাদের ম্লান করে সব আলো কেড়ে নেন নরওয়ের ১৯ বছর বয়সী এই কিশোর ফুটবলার। গোলমুখের সামনে থেকে একটি গোলের পর দূরপাল্লার বুলেট গতির শটে আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল। নেইমার একটি গোল করলেও দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেননি।
২০ বছরের কম বয়সের কোনো ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে দশ বা তার বেশি গোলের রেকর্ড গড়লেন হ্যালান্ড।
ডেইলি বাংলাদেশ/এম