Alexa ইমন-নাদিয়ার ‘এ কেমন খেলা’

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

ইমন-নাদিয়ার ‘এ কেমন খেলা’

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:০৪ ২ ডিসেম্বর ২০১৯  

ইমন এবং নাদিয়া মিম

ইমন এবং নাদিয়া মিম

বর্তমান সময়ের অভিনেতা ইমন এবং ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ নাদিয়া মিম। সম্প্রতি উত্তরা ও ঢাকার বেশ কয়েকটি আউটডোর লোকেশনে হয়ে গেল সুস্ময় সুমনের রচনা এবং মনজুরুল হক মন্জুর পরিচালনায় নাটক ‘এ কেমন খেলার’ শুটিং। 

নাটকটিতে অভিনয় করেছেন ইমন, নাদিয়া মিম, সাখাওয়াত লিটন,শেখ স্বপ্না, মাসুদ আহমেদ, লুবনা নাজনীনসহ আরো অনেকে। 

নাটকে দেখা যাবে, আয়ান তার দুই বন্ধু আর সিমিকে নিয়ে রাতে লং ড্রাইভে বের হয় ঘুরতে। পথিমধ্যেই ঘটে দূর্ঘটনা। আয়ানের গাড়িচাপায় আহত হয় এক ব্যাক্তি। আহত ব্যক্তিতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আয়ান নিজেই। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে আহত ব্যক্তির বোন। সে বোনের প্রেমে পড়ে যায় আয়ান। এভাবে ঘুরে যায় গল্পের মোড়।

নাটকটি নির্মিত হয়েছে ‘বড় বাড়ি’ প্রোডাকশনের ব্যানারে। ফ্যাশান হাউজ ‘আর্ট’ এর পোশাক সৌজন্যে ‘এ কেমন খেলা’ নাটকটি প্রযোজনা করেছেন টুটুল রাশেদ।

খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক মনজুরুল হক মন্জু।

ডেইলি বাংলাদেশ/টিএএস