Alexa সদরঘাটে লঞ্চের কেবিনে মিললো যাত্রীর মরদেহ

ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

সদরঘাটে লঞ্চের কেবিনে মিললো যাত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:২০ ৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১৯:২০ ৫ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চের কেবিন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহে আলম (৫২)। 

শনিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এমভি তাসরিফ নামে লঞ্চের কেবিন থেকে মরদেহটি উদ্ধার করে। 

মৃতের শ্যালক মাকসুদ জানান, শাহে আলম হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে চিকিৎসার জন্য তিনি ওই লঞ্চে ভোলা থেকে ঢাকায় রওনা হন। ভোরে লঞ্চটি সদরঘাটে পৌঁছায়। সেখানে তাকে মৃত অবস্থায় পওয়া যায়। ধারণা করা হচ্ছে- কেবিনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

শাহে আলমের বাড়ি ভোলার বোরহান উদ্দিন থানা সদরের হাসপাতাল রোডে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ফাজিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এসবি/এসআই