Alexa যুবকের মা ঐশ্বরিয়া, চুপ সাবেক বিশ্বসুন্দরী

ঢাকা, শনিবার   ২৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৬ ১৪২৬,   ০৫ রজব ১৪৪১

Akash

যুবকের মা ঐশ্বরিয়া, চুপ সাবেক বিশ্বসুন্দরী

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:১৮ ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ১২:৩১ ১২ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী এবং সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন তিনি। এরপরে ২০১১ সালে তাদের ঘর আলোকিত করে আসে মেয়ে আরাধ্য। নিজের পরিবার নিয়ে বেশ আনন্দেই দিন যাপন করছেন বচ্চন পরিবারের পুত্রবধূ।

কিন্তু হঠাৎ করেই জানা গেলে ভিন্ন কথা। আরাধ্য ছাড়াও আরো একটি সন্তান রয়েছে ঐশ্বরিয়ার। আর এমনই দাবি করেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৩২ বছর বয়সী সংগীত কুমার নামের এক যুবক।

ঐশ্বরিয়াকে নিজের মা দাবি করার ৩২ বছর বয়সী সংগীত কুমার

সংগীত কুমারের দাবি, ১৯৮৮ সালে লন্ডনে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে জন্ম হয় তার। জন্মের পর প্রথম দুই বছর নাকি তিনি মুম্বাইয়ে ঐশ্বরিয়ার পরিবারের সঙ্গেই থাকতেন। ঐশ্বরিযার প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাই ও মা বৃন্দা রাইকে তিনি নিজের নানা-নানী হিসেবে দাবি করেছেন। বর্তমানে তিনি ঐশ্বরিয়ার সঙ্গে বসবাস করতে চান।

তবে যে সময়ে কথা সংগীত বলছেন, ঐশ্বরিয়া রায় বচ্চন সে সময় ছিলেন ১৪ বছরের কিশোরী। এই বয়সে কী করে তিনি সন্তানের জন্ম দিলেন, সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি সংগীত। তবে ঐশ্বরিয়া যে তার মা এ বিষয়ে কোনো প্রমাণও উপস্থাপন করতে পারেননি। নিজের জীবনে ‘মা’ ঐশ্বরিয়াকে ফিরে পেতে চান তিনি।

এই বিষয় নিয়ে গণমাধ্যমে রীতিমতো আলোড়ন সৃষ্টি হলেও কোনো ধরনের মন্তব্য করেননি ঐশ্বরিয়া রায় বচ্চন।

ডেইলি বাংলাদেশ/টিএএস