Alexa মনের কথা বললেন শাহরুখ

ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৬ ১৪২৬,   ২৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

মনের কথা বললেন শাহরুখ

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:২৫ ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ১৩:৫৪ ২৯ জানুয়ারি ২০২০

শাহরুখ খান

শাহরুখ খান

তিনি মুখ খুলছেন না বলে সমালোচিত হচ্ছেন। হয়তো মুখ খুললেও সমালোচিত হতেন। যেমনটা অতীতে হয়েছেন। সরাসরি বিতর্কে না ঢুকেই কীভাবে ‘মনের কথা’ বলতে হয়, তা বোধহয় শাহরুখ খানের মতো অভিনেতা ভালই জানেন। 

এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারত এখন উত্তাল। কেন শাহরুখের মতো ব্যক্তিত্ব এ বিষয়ে মুখ খুলছেন না, তা নিয়েও উঠেছে প্রশ্ন। 

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছোট পর্দার একটি ড্যান্স রিয়েলিটি শো-য়ে এসেছিলেন শাহরুখ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা বলেন, আমার স্ত্রী গৌরী হিন্দু, আমি মুসলমান আর আমার ছেলেমেয়েরা হিন্দুস্তান। হাততালির ঝড় বয়ে যায়। 

শাহরুখ তার মেয়ে সুহানার প্রসঙ্গ তুলে বলেন, স্কুলের ফর্ম ফিল আপ করার সময়ে ধর্ম লিখতে হয়। সুহানা খুব চিন্তিত ছিল, কী লিখবে তা নিয়ে। আমি বলেছিলাম, ভারতীয় লিখতে। আলাদা করে ধর্ম বলে কিছু নেই। থাকতে পারে না।

আর এভাবেই নিজের দেশ ভারতের প্রতি তার ভালবাসার কথা জানান দিলেন বলিউডের বাদশাহ। তবে তার এই কথার পরে ভক্তদের মনে প্রিয় অভিনেতার প্রতি যে ভালবাসা আরো একধাপ বেড়ে গেলো সেটা উপস্থিতিদের কড়ো তালিতেই বুঝা গিয়েছিলো। 

ডেইলি বাংলাদেশ/টিএএস