ব্রিটেনের স্বাস্থ্যকর্মীদের পাশে চেলসি বস
প্রকাশিত: ১৫:৫৪ ১৯ মার্চ ২০২০ আপডেট: ১৫:৫৫ ১৯ মার্চ ২০২০

চেলসি কর্ণধার রোমান আব্রামোভিচ
করোনাভাইরাসে আক্রান্ত সারা বিশ্ব। এমন সময় ব্রিটেন ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস)কর্মীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চেলসি কর্ণধার রোমান আব্রামোভিচ। তাদেরকে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে ক্লাবের হোটেলে দু’মাসের জন্য থাকার প্রস্তাব দিয়েছেন। তাদের যাবতীয় খরচও বহন করবেন এই রুশ ধনকুবের।
ইংল্যান্ডে প্রায় দু’হাজার মানুষ ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত। তাঁদের চিকিৎসার জন্য নিরালশ পরিশ্রম করছনে স্বাস্থ্যকর্মীরা। অধিকাংশই বাড়ি ফিরতে পারছেন না। আর তাই চেলশির পক্ষ থেকে তাদের জন্য এই ব্যবস্থা।
চেলসির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চিকিৎসার সঙ্গে যুক্ত অধিকাংশ কর্মীই দীর্ঘ সময় ধরে কাজ করছেন। দূরত্ব বেশি হওয়ায় বাড়িও ফিরতে পারছেন না। উত্তর-পশ্চিম লন্ডনের হাসপাতালে চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের এর পরে বিভিন্ন জেলাতেও যেতে হবে। এই পরিস্থিতিতে আগামী দু’মাসের জন্য এনএইচএস কর্মীদের আমাদের হোটেলে থাকার প্রস্তাব দেয়া হয়েছে।’
করোনাভাইরাস কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএস