Alexa পাকা পেঁপের ভেতরে আরেকটি সাদা পেঁপে!

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

পাকা পেঁপের ভেতরে আরেকটি সাদা পেঁপে!

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৪৭ ২৯ অক্টোবর ২০১৯   আপডেট: ২১:৫২ ২৯ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের মোকাদ্দেস হায়াত মিলনের বাসায় পেঁপের ভেতরে মিলেছে আরেকটি পেঁপে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় মোকাদ্দেস হায়াত মিলনের বাসায় পেঁপে কাটার সময় বাড়ির লোকেরা খাওয়ার জন্য নিজের গাছের পাঁকা পেঁপে গাছ থেকে পেরে আনেন। পরে ওই পেঁপেটি কাটা হলে সেটির ভেতর আরেকটি পেঁপে পাওয়া যায়। পেঁপের ভেতরের পেঁপেটি ধবধবে সাদা ছোট পেঁপে।

মিলনের বৃদ্ধ বাবা সাবেক ইউপি চেয়ারম্যান ৮০ বছর বয়সী মোস্তফা আলম বলেন, আমার জীবনে এমন ঘটনা দেখিনি।

পেঁপেটি কাটার পর ভেতরে থেকে বের হয় আরেকটি ছোট পেঁপে। সবকিছু স্বাভাবিক থাকলেও শুধু সূর্যের আলোর অভাবে গায়ের রং ছাড়া সব কিছুই স্বাভাবিক রয়েছে। কিন্তু বড় পেঁপেটিরও সব কিছু ঠিক থাকলেও তার ভেতরে কোনো বীজ ছিল না। তবে ছোট পেঁপেটি কাটলে তার ভেতরে ছোট ছোট বীজ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এসএম সারওয়ার হোসেন জানান, দুই কারণে এটি হতে পারে। একটি নিষেক ঘটিত ত্রুটি। বীজ ফলের ভেতরে গজিয়ে দুটি বীজের নিষেক একই সঙ্গে ঘটলে একটি ভ্রূণের ভিতর অন্য ভ্রূণটি ঢুকে পড়ে। ফলে ভ্রূণটি ফলে রূপান্তরিত হয়। এটি একটি ব্যতিক্রম ঘটনা।  
 

ডেইলি বাংলাদেশ/এমকে