Alexa পরিণীতির ‘নীল ছবি’ সোশ্যাল মিডিয়ায়, মুহূর্তে ভাইরাল সেই ছবি

ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৩ ১৪২৬,   ০২ রজব ১৪৪১

Akash

পরিণীতির ‘নীল ছবি’ সোশ্যাল মিডিয়ায়, মুহূর্তে ভাইরাল সেই ছবি

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:০৬ ২৪ জানুয়ারি ২০২০  

পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া

হাতে তার একাধিক ছবির কাজ। সেই ব্যস্ততার মধ্যেই সময় বের করে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সেখানে ঘুরতে গিয়ে নীল সমুদ্রে গা ভাসাচ্ছেন, এমন ছবিই শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। তারপরই ভাইরাল হয়েছে ছবিগুলো।

সেখানে পরিনীতিকে দেখা যাচ্ছে নীল পানিতে কালো সুইমসুটে গাঁ ডুবিয়ে আছেন তিনি। চোখে তার কালো সানগ্লাস। তা পরেই তিনি শুয়ে রয়েছেন সমুদ্রের জলে। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সমুদ্রের মাঝখানে হ্যামক? ইয়েস প্লিজ!

পোস্ট করার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই সেই ছবিতে লাইকে করেছেন সাড়ে সাত লাখেরও বেশি। তার পোস্ট করা অপর একটি ছবিতেও লাইক পড়েছে সাড়ে পাঁচ লাখের বেশি।

নতুন বছরের শুরুতেও ঘুরতে গিয়েছিলেন পরিণীতি। অস্ট্রিয়ায় গিয়ে সেখান থেকেও আপলোড করেছিলেন একাধিক ছবি ও ভিডিয়ো।

২০১১ সালে ‘লেডিজ ভার্সেস রিকি বাহেল’ দিয়ে বলিউডের আঙিনায় পা রেখেছিলেন তিনি। সাইনা নেহওয়ালের বায়োপিকেও অভিনয় করার কথা তার।

ডেইলি বাংলাদেশ/টিএএস