Alexa নবম শ্রেণির এক প্রশ্নেই ৩৯ বানান ভুল!

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

নবম শ্রেণির এক প্রশ্নেই ৩৯ বানান ভুল!

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪৬ ২৩ সেপ্টেম্বর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির কারিগরি পরীক্ষার সাধারণ গণিত বিষয়ক মডেল টেস্টে এক প্রশ্নে ৩৯টি ভুল বানানে পরীক্ষা হয়েছে।

শনিবার দুপুর দুইটা থেকে শুরু হওয়া আড়াই ঘণ্টাব্যাপী ৭০ নম্বরের মধ্যে কারিগরি বিভাগের সাধারণ গণিত বিষয়ে মডেল টেস্ট হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক এবং পরীক্ষা পরিচালনা কমিটিকে সর্তকতা অবলম্বনের দাবি করেছেন অভিভাবকরা।

প্রশ্নপত্রে দেখা যায় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘বিদ্যালয়’ বানানটি ভুল। ‘বিদ্যালয়’ বানানের স্থানে ‘বিদ্যায়ল’ লেখা হয়েছে। এছাড়া বর্গক্ষেত্র, দৈর্ঘ্য, আয়তন, ত্রিভুজের মতো বানান ভুল করেছে কর্তৃপক্ষ। এসব ভুল বানানসহ ১ থেকে ১২টি প্রশ্নের মধ্যে ৩৯টি বানান ভুল করে পরীক্ষা নেয়া হয়েছে।

এক পরীক্ষার্থী মুঠোফোনে বলেন, এত ভুলের ব্যাপারে স্যারদের কাছে বললে গিয়াস স্যার মুখে ঠিক করে দেয় এবং আমরা প্রশ্নে সেগুলো হাতে লিখে ঠিক করে পরীক্ষা দেই।

এ ব্যাপারে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, এমন ঘটনা ঘটলে সেটা তো অদ্ভুত ব্যাপার। আমরা কয়েকজন মিলে প্রশ্ন করে আহ্বায়ক কমিটির কাছে দিই। প্রশ্ন করার যাই হোক সেটা আহ্বায়ক কমিটির উপর বর্তায়।

ভুল প্রশ্নের ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ আব্দুল মাজেদ জানান, ভুলের বিষয়টি স্বীকার করে তিনি বলেন প্রশ্নটিতে প্রায় ১৫ শতাংশ বানান ভুল ছিল। যেগুলো প্রিন্ট হয়ে আসার পরে আমাদের দেখে পরীক্ষা গ্রহণ করা উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি। এটা বড় ধরনের ভুল। এই ভুলের দায় নেয়া প্রসঙ্গে তিনি জানান আসলে এ দায় আমার একার না। এই কমিটিতে চার জন সদস্য রয়েছে দায় তাদের উপরও পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, প্রধান হিসেবে এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে কারণে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হবে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ