Alexa অ্যাপল পণ্য ব্যবহারে ফাঁসলেন অ্যামাজন কর্মকর্তা

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৬ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

Akash

অ্যাপল পণ্য ব্যবহারে ফাঁসলেন অ্যামাজন কর্মকর্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:২৯ ২৯ সেপ্টেম্বর ২০১৯  

ডেভ লিম্প

ডেভ লিম্প

অ্যামাজনের ডিভাইস ও সার্ভিসেস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভ লিম্প নিজের প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণার সময় অ্যাপল এর পণ্য ব্যবহার করেছেন। এ নিয়ে সরগরম প্রযুক্তি দুনিয়া!

গত বুধবার এক ইভেন্টে অনেকগুলো হার্ডওয়্যার পণ্য উন্মোচন করেছে অ্যামাজন। এসব পণ্যের মধ্যে ইকোডাবস নামের ওয়্যারলেস হেডফোনও আছে। নতুন পণ্যের উন্মোচন উপলক্ষে সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। সেখানে পণ্যগুলোর সম্পর্কে কথা বলার সময় তার কানে দেখা যায় অ্যাপলের পণ্য এয়ারপডস। টিভি দর্শকদের কাছে বিষয়টি নজর এড়ায়নি।

নিজেদের প্রতিষ্ঠানের পণ্য বাদ দিয়ে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের পণ্য ব্যবহারের বিষয়ে কোনো মন্তব্য করেনি ডেভ লিম্প। তিনি অ্যাপল ভক্ত নাকি পরিস্থিতির শিকার তাও জানা যায়নি। তবে সংবাদ মাধ্যম নাইনটুফাইভ ম্যাকের অনুমান, সাক্ষাৎকার সময় ব্লুমবার্গের পক্ষ থেকেই তাকে অ্যাপলের এয়ারপডসটি দেয়া হয়।

অ্যামাজনের নতুন ইকো বাডসের দাম ১২৯ ডলার ও অ্যাপলের এয়ারপডসের চেয়ে ৫০ ডলার বেশি। তথ্যসূত্র-গ্যাজেটস নাউ

ডেইলি বাংলাদেশ/অরিন/এনকে