Alexa মুখে মাকড়সা হাঁটলেই এই নারী সুখ অনুভব করেন! (ভিডিও)

ঢাকা, মঙ্গলবার   ১২ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৭ ১৪২৬,   ১৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

মুখে মাকড়সা হাঁটলেই এই নারী সুখ অনুভব করেন! (ভিডিও)

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৫০ ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৫:৩৫ ২২ সেপ্টেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানুষ নানান কিছুতেই সুখ পান বা খুঁজে বেড়ান। হতে পারে প্রিয় মানুষ কিংবা প্রিয় কোনো বস্তু। তবে কেউ যদি ‘ভীতিকর’ মাকড়সায় সুখ খুঁজতে চান বা পান, তাহলে তো ব্যতিক্রমই বটে। অস্ট্রেলিয়ার এক নারীর ক্ষেত্রে এমনটাই ঘটেছে।

অস্ট্রেলিয়ার প্রাণী-প্রেমী টার্নি রোবাক (২৭)। তিনি মাকড়সাতেই সুখ খুঁজে নিয়েছেন! তার মুখে অবলীলায় মাকড়সা চরতে দেন। আর এটি নাকি তাকে রিল্যাক্স হতে সাহায্য করে। 

এদিকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুখে মাকড়সা চরছে, এমন বেশ কয়েকটি ছবিসহ ভিডিও পোস্ট করেছেন টার্নি রোবাক।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা টার্নির মধ্যে বছর চারেক আগে প্রথম বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীদের নিয়ে আগ্রহ তৈরি হয়। এরপর তাদের নিয়ে শুরু করেন পড়াশোনা। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচুর মাকড়সাসহ অন্য প্রাণীদের ছবি রয়েছে। সেখানে বহু প্রজাতির মাকড়সার সন্ধান পাওয়া যায়।

টার্নির দাবি, বেশির ভাগ মানুষই মাকড়সাকে ভয় পান। কিন্তু তার মুখে এগুলিকে চরতে দেয়াকে থেরাপি হিসেবেই দেখেন। পাশাপাশি বড় বড় মাকড়সাগুলির সঙ্গে সময় কাটানো তার বেশ পছন্দের।

ভিডিওটি দেখতে এখানে  ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/জেডআর