Alexa নিজের চেয়েও বড় মাছ শিকার করল মাকড়সা!

ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

নিজের চেয়েও বড় মাছ শিকার করল মাকড়সা!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৪১ ৯ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পার্কের জলাশয় থেকে একটি গোল্ডফিসকে তুলে আনছে মাকড়সা। আকারে মাকড়সাটি গোল্ডফিসের চেয়ে ছোট।  চমকে যাওয়ার মতো এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার বাসিন্দা জেরেমি স্ক্যালউইজ প্রেমিকার সঙ্গে বাইরে ঘুরতে গিয়ে একটি পার্কের জলাশয়ের ধারে বসেন। ঠিক তখনই জেরেমির প্রেমিকার চোখ যায় জলাশয়ের দিকে। তিনি দেখেন পানি থেকে একটি ছোট্ট গোল্ডফিসকে তুলে আনছে মাছটির চেয়ে ছোট আকারের একটি মাকড়সা। মাকড়সাটি পানি থেকে মাছটিকে তুলে খাওয়ার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে ওই ছবি তুলে নেন প্রেমিক যুগল।

ডেইলি বাংলাদেশ/জেএস