Alexa দিনাজপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ঢাকা, রোববার   ২০ অক্টোবর ২০১৯,   কার্তিক ৪ ১৪২৬,   ২০ সফর ১৪৪১

Akash

দিনাজপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

দিনাজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:১৭ ১০ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরে অভিযান চালিয়ে দেশীয় ওয়ান স্যুটার গানসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার  সকাল ৮টায় র‌্যাব-১৩ দিনাজপুর কোম্পানি কমান্ডার উপ-অধিনায়ক এএসপি সিদ্দিক আহমদ সংবাদকর্মীদেরকে আটকের সংবাদ নিশ্চিত করে তথ্য পাঠান। 

আটক মাজেদুর রহমান দিনাজপুরের কোতয়ালি থানার দক্ষিণ গোবিন্দ্রপুর গ্রামের মোবারক আলীর ছেলে।

র‌্যাব-১৩ উপ-অধিনায়ক জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে মাজেদুরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

তিনি আরো জানান, আটক মাজেদুরকে অস্ত্র আইনে মামলা করে কোতয়ালি থানায় সোর্পদের প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএস