চন্দ্রমল্লিকার বিকিনি বানিয়ে পরলেন উরফি, খুলে পড়ছে ফুল
প্রকাশিত: ১০:২৪ ১৮ জুন ২০২২

ছবি: সংগৃহীত
ওটিটি বিগ বস খ্যাত মডেল উরফি জাভেদ লাইমলাইটে থাকেন নিজের কাটা-ফাটা পোশাকের জন্য। আবারো নতুন পোশাকের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় তিনি।
সম্প্রতি নতুন একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উরফি। সেখানে চন্দ্রমল্লিকা ফুল দিয়ে বানানো বিকিনি পরতে দেখা গিয়েছে তাকে। উরফি মাখন ত্বক, আর হলুদ ফুলের বিকিনির ভিডিও নেটদুনিয়ায় শেয়ার করতেই হু হু করে ভাইরাল।
চন্দ্রমল্লিকা ফুল দিয়ে তৈরি বিকিনি পরে ক্যামেরার সামনে বিভিন্ন পোজ দিয়েছেন এই সুন্দরী। ছক ভাঙাতেই যে তার আনন্দ। একদিন প্রায় বিনাপোশাকে তো পরেরদিনই একসঙ্গে দুটো প্যান্ট পরে দেখা মেলে তার। কেউ হাসলেও, সেসবে কান দেন না উরফি।
ভিডিও শেয়ার করে উরফি জানিয়েছেন, নিজের রূপটান নিজেই করেছেন তিনি। পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন তিনি। উরফির পরনে এই পোশাক দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘উফ, ফুল তুলতে চাই’। অপর এক নেটিজেন লিখেছেন, ‘এ তো বাগান’। কেউ লিখেছেন, ‘এসব আবার কী?’
বলিউডে কোনো কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনো অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। কেউ কেউ তার প্রশংসা করেন, আবার কেউ কেউ তার স্টাইল একেবারেই পছন্দ করেন না।
ডেইলি বাংলাদেশ/এনকে