Alexa আল আমিন হোসেন

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash
আল আমিন হোসেন
আল আমিন হোসেন


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনে’র জন্ম ১ জানুয়ারি ১৯৯০ ঝিনাইদহ জেলায়। প্রচণ্ড ক্রিকেট পাগল আল আমিন জাতীয় দলে খেলার কথা কখনই ভাবেননি। তবে মাশরাফীর সঙ্গে বোলিং করতে হবে এই ইচ্ছেটা সবসময়ই ছিল। সে লক্ষ্যে ২০১৩ সালে ক্রিকেটের বনেদী ফরমেট টেষ্টে অভিষেক ঘটে তার। ৬ ম্যাচ খেলে নেন ৬ উইকেট। সে বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ তে অভিষেক ঘটে তার। এখন পর্যন্ত ২৫টি টি-২০ খেলে শিকার করেন ৩৯ উইকেট। পরবর্তীতে ২০১৪ সালে ওয়ানডেতে অভিষেক ঘটে।  শ্রীলংকার বিপক্ষে অভিষেকে নেন ১ উইকেট। এখন পর্যন্ত ওয়ানডেতে ১৪ ম্যাচে ২১ উইকেট শিকার করেন তিনি। কিন্তু জাতীয় দলে সাম্প্রতিক পারফরমেন্স আশানরুপ না হওয়ায় আপাতত দলের বাইরে আছেন তিনি।