কিশোরগঞ্জে ঈদ করবেন জামাল ভূঁইয়া
প্রকাশিত: ১৬:২৬ ৬ জুলাই ২০২২ আপডেট: ১৬:৩২ ৬ জুলাই ২০২২

জামাল ভূঁইয়া
সামনেই কোরবানির ঈদ। মুসলিম ধর্মের দ্বিতীয় বড় উৎসব ঈদুল আযহা। এ দিনে মহান আল্লাহ তায়লার শুকরিয়া আদায় করে পশু কোরবানি দেয় মুসলিম ধর্মের সামর্থ্যবান মানুষরা।
চাকরি বা পেশার সুত্রে অনেকেই বিভিন্ন জায়গায় থাকলেও নাড়ির টানে দেশে ফেরেন সবাই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও নিজ গ্রামের বাড়ি কিশোরগঞ্জে ঈদ করবেন।
মঙ্গলবার রাতে জামাল ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গরুর ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘তাড়াতাড়ি। ঈদ এসেছে, বেশি বেশি খেতে হবে’।
তবে জামাল ভূঁইয়া জানিয়েছেন, ফেসবুকে আপলোড করা ছবিটি বেশ পুরোনো। আসন্ন ঈদ উপলক্ষে এখনও গরু কেনা হয়নি তার। তবে তিনটি গরু কেনার জন্য নিজের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে এরই মধ্যে টাকা পাঠিয়ে দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক।
তিনি নিজেও কিশোরগঞ্জেই ঈদ পালন করবেন। ৯ জুলাই অর্থাৎ ঈদের আগের দিন বাড়ি যাবেন জামাল।
গত জুনে এশিয়া কাপ বাছাইয়ে খেলতে জামাল ভূঁইয়ার নেতৃত্বে মালয়েশিয়া সফর করেছিল বাংলাদেশ ফুটবল দল। সেখানে একদমই ভালো করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচেই হেরে বিদায় নেয় বাছাইপর্ব থেকে।
মালয়েশিয়া থেকে ফিরে ঘরোয়া ফুটবলে ব্যস্ত সময় কাটাচ্ছেন জামাল। প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলছেন তিনি। আপাতত চলছে ঈদ-উল-আযহার ছুটি।
জামালের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
ডেইলি বাংলাদেশ/আরএস/এএল