১১ বছর পর শিরোপা জিতলো এসি মিলান
প্রকাশিত: ০৫:৪৭ ২৩ মে ২০২২ আপডেট: ০৭:৩১ ২৩ মে ২০২২

এসি মিলানের খেলোয়াড়েরা সিরি-আ ট্রফি নিয়ে উদযাপন করছে। ছবি: এএফপি
ইন্টার মিলানকে ২ পয়েন্টে পেছনে ফেলে ইটালিয়ান সিরি-আ শিরোপা জিতে নিল এসি মিলান। ১১ বছরের মধ্যে প্রথম শিরোপা জিতল দলটি।
রোববার রাতে মিলান ৩-০ গোলে সাসুওলোকে হারায়। ইন্টার একই ব্যবধানে হারায় সাম্পদোরিয়াকে। ৩৮ রাউন্ড শেষে এসি মিলানের পয়েন্ট ৮৬, ইন্টারের ৮৪।
মিলানের হয়ে অলিভিয়ের জিরু দুটি ও কেসি একটি গোল করেন।
২০১০-১১ মৌসুমের পর প্রথমবার মিলানের ঘরে গেছে ইতালিয়ান সিরি আ লীগের ট্রফি। সবমিলিয়ে ১৯তম শিরোপায় তারা স্পর্শ করলো নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে।
বাবা পাওলো (৭) ও দাদা সিজার মালদিনির (৪) পর তৃতীয় প্রজন্ম হিসেবে মিলানের হয়ে লিগ শিরোপা জিতলেন মিডফিল্ডার ড্যানিয়েল মালদিনি।
ইব্রাহিমোভিচ ৪০ বছর বয়সে শিরোপা জিতলেন। এসি মিলানের সর্বশেষ শিরোপা জয়ী দলে ছিলেন তিনি।
ডেইলি বাংলাদেশ/আরএইচ