বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পের দীক্ষায় নাঈমের উন্নতি
প্রকাশিত: ০১:২২ ১৭ মে ২০২২ আপডেট: ০১:২৭ ১৭ মে ২০২২

নাঈম হাসান
জাতীয় দলের আশেপাশে আছেন কিন্তু এ মুহূর্তে দলের বাইরে- এমন ক্রিকেটারদের নিয়ে ছায়া দল গড়ে গত মার্চে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। সেই দলের স্কোয়াডে প্রাধান্য পেয়েছিলেন টেস্ট স্পেশালিষ্ট ক্রিকেটাররা, যাদের মধ্যে ছিলেন নাঈম হাসান।
দীর্ঘ ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে নাঈম শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে শিকার করেছেন ৬ উইকেট। ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ৫ বা তার বেশি উইকেট পেলেন তিনি।
ম্যাচ শেষে নাঈম জানান, ছায়া দল বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে দেশের প্রখ্যাত স্পিন কোচ সোহেল ইসলামের সাথে নিজের বোলিংয়ে শাণ দিয়েছিলেন তিনি। সেই দীক্ষাই কাজে লাগিয়েছেন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে। সেই সঙ্গে চট্টগ্রাম টেস্টের আগে রঙ্গনা হেরাথের সংস্পর্শও কাজে লেগেছে।
সংবাদ সম্মেলনে নাঈম বলেন, ‘লাইন-লেন্থে কীভাবে উন্নতি করা যায় এসব হেরাথ বলেছিলেন। আমরা তো বাংলা টাইগার্সের ক্যাম্পে ছিলাম। ওখানে সোহেল স্যারের সাথে কাজ করেছি। কী কী উন্নতি দরকার বলেছিলেন, উনার সাথে কাজ করে উন্নতির চেষ্টা করেছি। এখানে আসার পরও একই কথা। কোন পরিস্থিতিতে কী করতে হবে (হেরাথ) এসব বলছিলেন।’
জাতীয় দলের হয়ে টেস্ট খেলার সুযোগ না মিললেও বিগত দিনগুলোতে নাঈম নিজেকে ব্যস্ত রেখেছিলেন। তার ভাষায়, ‘গত দুই সিরিজ দলের সাথে না থাকলেও আগে তো দলের সাথে ছিলাম। তারপর বিসিএল খেললাম, এরপর বিপিএল শুরু হল। তারপর বাংলা টাইগার্সের ক্যাম্পে চলে গিয়েছিলাম। সব মিলিয়ে কোনো গ্যাপ হয়নি।’
আগেও দুইবার ৫ উইকেট শিকার করেছিলেন নাঈম। তবে তার কাছে এবারের ৫ উইকেট একটি ‘স্পেশাল’। কেন, তার কারণও ব্যাখ্যা করেছেন।
নাঈম বলেন, ‘চেষ্টা করেছি ইঞ্জুরির পর যত তাড়াতাড়ি ফেরার, মানিয়ে নেয়ার। এই পাঁচ উইকেট ভালো (ব্যাটিংবান্ধব) উইকেটে এসেছে, তাই একটু এগিয়ে রাখব। তবে সব পাঁচ উইকেটই বিশেষ কিছু।’
ডেইলি বাংলাদেশ/এএল