আবাহনীকে বড় ব্যবধানে হারাল প্রাইম ব্যাংক
প্রকাশিত: ১৬:৪৭ ১৮ এপ্রিল ২০২২

ছবি: সংগৃহীত
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে বড় ব্যবধানে হেরেছে আবাহনী লিমিটেড। তারকাসমৃদ্ধ দলটি মাত্র ১৩১ রানে অল আউট হয়েছে। যার ফলে আকাশী নীলরা হার মেনেছে ১৪২ রানের বিশাল ব্যবধানে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়ের ৭৭, অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ৪৩, ইয়াসিরের ৪৩ রানে ৯ উইকেটে ২৭৩ রান করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
এনামুল হক বিজয় খেলেছেন ৮৫ বলে ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস। এর মাধ্যমে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত এনামুল মোট ৮০৫ রান সংগ্রহ করেছেন।
২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন তাসের ঘরের মত ভেঙে পড়ে লিটন-আফিফ-নাইমদের আবাহনী। ৩২.৪ ওভারেই মাত্র ১৩১ রানে অল আউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
প্রাইম ব্যাংকের পক্ষে নাসির হোসেন ৩৩ রান ৩ উইকেট ও রকিবুল ১৮ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন এনামুল হক বিজয়।
ডেইলি বাংলাদেশ/এএল