তামিমের ফিফটিতে ঢাকার বড় সংগ্রহ
প্রকাশিত: ২০:১৫ ২১ জানুয়ারি ২০২২ আপডেট: ২০:১৭ ২১ জানুয়ারি ২০২২

তামিম ইকবাল
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে মিনিস্টার গ্রুপ ঢাকা ও খুলনা টাইগার্স। এ ম্যাচে আগে ব্যাট করে তামিম ইকবালের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে ঢাকা।
নির্ধারিত ২০ ওভারে মিনিস্টার গ্রুপ ঢাকার সংগ্রহ ৬ উইকেটে ১৮৩ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। ঢাকার হয়ে তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ শেহজাদ।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন শেহজাদ। ২৭ বলে ৪২ রানে তিনি ফিরলে ভাঙে দুজনের ৬৯ রানের জুটি। এরপর নাঈম শেখ নেমে সুবিধা করতে পারেননি। খেলেন ১১ বলে ৯ রানের ইনিংস।
তামিম ইকবাল তুলে নেন চলতি আসরের প্রথম ফিফটি। তবে মাইলফলক স্পর্শের পরই আউট হন তিনি। আন্দ্রে রাসেল ৭ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। জহুরুল ইসলাম সাজঘরে ফেরার আগে করেন ১২ রান।
শেষ দিকে দলকে একাই এগিয়ে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ২০ বলে ৩৯ রানের ঝড়ে ঢাকার বড় সংগ্রহ নিশ্চিত হয়। খুলনার হয়ে কামরুল ইসলাম রাব্বী একাই ৩ উইকেট নেন। এছাড়া এক উইকেট শিকার করেন থিসারা পেরেরা।
ডেইলি বাংলাদেশ/এএল